রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধি॥ মুলাদীতে ইসলামী ব্যাংক খাসের হাট বন্দর ও প্যাদার হাট এজেন্ট শাখার প্রোপাইটর ও মুলাদী উপজেলা ঈদগায়ের ইমাম মুফতি হাফেজ মোঃ নুরুল আলম এর ওপর হামলা চালিয়ে পঁয়ষট্রি লক্ষ চারশত ষাট টাকা ছিনতায়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিবরন ও আহত সূত্রে জানাগেছে আজ সোমবার সকাল ৯.৪৫ মিনিটের সময় উপজেলার খাসের হাট কাঠের পোল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নুরুল আলম জানান আমি সকাল আনুমানিক সাড়ে নয়টা সময় ওমরা হজে¦র ২০ লক্ষ, বিকাশের ৪ লাখ, ষ্টার্ম্প খরিদের ১.০৪,৪৬০ এজেন্টের ব্যাংকের নগদ ১০ লক্ষ, ইসলামী ব্যাংকের চেক ১৫ লাখ জনতা ব্যাংকের চেক ১৫ লাখ টাকার মুলাদী ইসলামী ব্যাক শাখায় জমা দেয়ার জন্য রওয়ানা হলে স্থানীয় শাখাওয়াত মল্লিক,এনায়েত মল্লিক, অনিক সিকদার সহ অজ্ঞাত কয়েকজন আমাকে মারধর করে টাকার ব্যাগ চেক সহ ছিনিয়ে নিয়ে যায়। আমি থানা আসার উদ্দেশ্যে রওয়ানা করলে পূণরায় কাজিরহাট এলাকায় হামলা চালায় এতে আমার ডান হাতের কনুইয়ের হাড় ভেঙ্গে যায়।
স্থানীয় মানুষজন উদ্ধার করে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ভর্তি করে। এ ব্যাপারে আমি মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করছি।
এ বিষয় অভিযুক্ত শাখাওয়াত মল্লিকদের সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। মুলাদী থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply