বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্ত্বরে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানি সম্পাদ পরিকল্পনা সংস্থার মহা-পরিচালক অতিরিক্ত সচিব মোঃ দেলোয়ার হোসেন ।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং ২০৩০ সালের মধ্যে খাদ্য উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরাপদ পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বৃহত্তর বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করেছে বাবুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপ প্রকল্প পরিচালক মোঃ সাইদুর রহমান, মনিটরিং ও মুল্যায়ন অফিসার অপূর্ব লাল সরকার।
বক্তাব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ নাসির উদ্দীন, মাধবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভু, বাবুগঞ্জ উপজেলা ছাত্র লীগ এর সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া। এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহে আলম শিকদার, দপ্তর সম্পাদক পরিতোষ পাল, উপজেলা যুব লীগের প্রচার সম্পাদক মোঃ রিপন শিকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতিকুর রহমান সুমন, মনিরুজ্জামান, রাইসুল ইসলাম ওমর প্রমুখ। জানা যায়, এবারের মেলায় কৃষকরা ধানের উৎপাদনশীলতা বৃদ্ধির প্রযুক্তি, পানি সাশ্রয়ী প্রযুক্তি,
সমন্বিত বালাই ব্যবস্থাপনার (আইপিএম) কলাকৌশল, বিষমুক্ত শাক সবজি ও ফল উৎপাদনের কলাকৌশল, মাটি ব্যবস্থাপনার প্রযুক্তি ও মিশ্র ফলবাগান প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে।
প্রত্যেকটি বিষয়ের জন্য মেলায় আলাদা আলাদা প্রদর্শনীও রয়েছে এ মেলাতে। এছাড়া বসতবাড়ির শাকসবজি উৎপাদনে নার্সারি ও ফল-সবজি প্রদর্শনীর মাধ্যমেও কৃষি প্রযুক্তিগত জ্ঞান পাবে কৃষকরা এ মেলা থেকে।
Leave a Reply