মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ মাদক, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, ইভটেজিং,পারিবারিক সহিংসতাসহ সমাজের ভয়াবহ অপরাধ কমে এসেছে বরিশালের বাবুগঞ্জ থানা এলাকায়। এসব অপরাধ দমনে বাবুগঞ্জ থানার চৌকশ অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে প্রতিনিয়িত কাজের পরিধি বৃদ্ধি করছে বিট পুলিশিং। ফলে ইতিমধ্যে থানা এলাকায় বিট পুলিশিংয়ের সুবিধা পেতে শুরু করেছে জনগন। খোজ নিয়ে দেখা গেছে, থানা এরিয়ার ৪টি ইউনিয়নে কয়েকটি ওয়ার্ড নিয়ে একটি বিটে ভাগ করে বিট পুলিশিং এর অফিস নেওয়া হয়েছে। বাবুগঞ্জ থানা এরিয়ায় এরকম ১০ টি অফিসের মাধ্যমে বিট পুলিংশিং কার্যক্রম পরিচালনা করা হয়। এতে জনগন নিজ নিজ এলাকায় সহজেই পুলিশি সহায়তা পাচ্ছে। প্রত্যেকটি অফিসে কমিউনিটি পুলিশ, জনপ্রতিনিধি ও আম জনতার সম্বনয়ে শালিস মিমাংশার মাধ্যমে সমাজের অপরাধ নিরাময়ের চেষ্টা করা হয়। কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া, রহমতপুর ইউনিয়নের ছোট মীরগঞ্জ, দেহেরগতি ইউনিয়নের নতুন হাট এলাকায় উল্লেখযোগ্য সমস্যা সমাধানের নজিড় রয়েছে বিট পুলিশিংয়ের।
মঙ্গলবার বিকালে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ বাবুগঞ্জের প্রত্যান্ত অঞ্চলের বিট পুলিশিং অফিস পরিদর্শনে এসে পজিটিব মন্তব্য করেছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এ ব্যপারে ওসি মিজানুর রহমান বলেন, “বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব শফিকুল ইসলাম স্যার বিট পুলিশিংয়ের কার্যক্রমের উপর জোর দিয়েছেন। তার গতিশীল দিক-নির্দেশনা অনুযায়ী থানা এলাকায় বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাজের অপরাধ নিরাময়ের চেষ্টা করে যাচ্ছি।
পুলিশ ও জনগনের মধ্যে সু-সম্পর্ক স্থাপনের মাধ্যমে অপরাধ প্রবনতা কমিয়ে আনাই বিট পুলিশিং এর প্রধান লক্ষ্য। আমরা আশাবাদি বাবুগঞ্জ থানা এলাকায় বিট পুলিশিংয়ের সুফল আরো বেগবান হবে”।
Leave a Reply