বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ পৌর শহরের প্রাণ কেন্দ্র বানারীপাড়া থানা সংলগ্ন সদর রোডে প্লান পাশহীন বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। আবু নাঈম নামের ওই ব্যাবসায়ী তার অভিযোগপত্র বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা বরাবরে দিয়েছেন বলে জানান।
অভিযোগ সূত্রে জানা যায় ওই ব্যবসায়ী দীর্ঘদিন পর্যন্ত বানারীপাড়া বন্দর বাজারে মোসাম্মত রেনু বেগমের মালিকানাধীন একটি দোকান ঘরে ফার্মেসীর ব্যবসা করে আসছেন। মালিক রেনু বেগম তার দোকান ঘরটি মেরামত করার জন্য গত বছর সম্পূর্ণ ভেঙ্গে ৩য় তলা ভবন নির্মাণ করেন। বর্তমানে চতুর্থ তলা করার কাজ করছেন।
তবে তিনি এ ভবন নির্মানে পৌরসভা থেকে কোন প্রকার প্লান করাননি বলে অভিযোগ করেন রেনু বেগমের ভাড়াটিয়া ফার্মেসী ব্যবসায়ী মো. আবু নাঈম। ওই ভবনে কোন প্রকার ফাউন্ডেশন দেয়া হয়নি বলেও অভিযোগে জানা যায়।
ভাড়াটিয়া ব্যাবসায়ী নাঈম ভবনটি অধিক ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করলে মালিক রেনু বেগম তার ও ছেলে মো. শাহাদাৎ হোসেন তার সাখে সঠিক নয় এমন আচরণ ও ব্যবহার করেন বলেও লিখিত ওই অভিযোগে বলা হয়।
এ অবস্থায় তদন্ত পূর্বক ব্যবস্থা না নিলে সরু এবং উচ্চ ওই ভবনটি অন্য ব্যাবসায়ীদের জন্য মরার ওপরে খরার ঘায়ে পরিনত হতে পারে বলে সচেতন মহল মনে করেন। এ বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে ভবন স্থানে না পাওয়ায় ব্যাখা সংযুক্ত করা সম্ভব হয়নি।
Leave a Reply