বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক মুদি দোকানি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বরিশাল-লাকুটিয়া-বাবুগঞ্জ বাইপাস সড়কের আবহাওয়া অফিস সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম শরীফ ওই এলাকার মৃত আলী আকবরের ছেলে এবং স্থানীয় আবহাওয়া অফিস সংলগ্ন বাজারের মুদি দোকানি।
প্রত্যক্ষদর্শী সিদ্দিকুর রহমান জানান, বিকালে সেলিম শরীফ দোকান বন্ধ করে বাসার উদ্দেশে রওনা হন। রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে পথচারী সেলিম এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। তিনজনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ব্যবসায়ী সেলিম শরীফকে মৃত ঘোষণা করেন।
মহানগরীর এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাহিদ বিন আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply