সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন
ক্যাম্পাস প্রতিনিধি:বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সরকারি ব্রজমোহন কলেজে প্রথমবারের মত উদযাপিত হলো কবিতা উৎসব। ছাত্র ইউনিয়ন কলেজ সংসদের আয়োজনে কবি জীবনানন্দ দাশ মুক্ত মঞ্চে আজ সকাল ৮ টায় অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার উৎসবের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আল আমিন সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু, লেখিকা কামরুন নাহার শেলি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক হালিমা পারভীন, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক রণজিৎ মল্লিক, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সাদিয়া সূচনা, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ,
লেখক ও সাংবাদিক সৈয়দ মেহেদী হাসান, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস রাহুলসহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন ব্রজমোহন কলেজ শাখার আহবায়ক কিশোর কুমার বালা।
দিনব্যাপী দেয়ালে কবিতা লেখা, স্বপ্নের ক্যাম্পাস সম্পর্কে মতামত লিখন-অনুভূতি প্রকাশ, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অংশগ্রহনকারীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় কবিতা উৎসবের।
Leave a Reply