রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর ইয়াবা বিক্রেতা রাজু আহম্মেদকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার বিকেলে আসামির উপস্থিতিতে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আমেদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রাজু নগরীর পলাশপুর গুচ্ছ গ্রাম এলাকার ভাড়াটিয়া এবং আমিরগঞ্জ বাটনা এলাকার হারুন খানের ছেলে।
ট্রাইবুনালের বেঞ্চ সহকারি হুমায়ুন কবির জানান, ২০১৬ সালের ১ জুন গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই জহিরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে পলাশপুর গুচ্ছ গ্রামে রাজুর বাসার সামনে অভিযান চালায়। এ সময় রাজুকে ১০৫ পিস ইয়াবাসহ আটক করে এবং মামলা দায়ের করেন।
একই বছর ৫ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তানজিল আহমেদ চার্জশীট জমা দেন। ট্রাইব্যুনাল ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।
Leave a Reply