রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সদর হাসপাতাল রোড এলাকার একটি বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় বাপ্পী কর্মকার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে তার স্ত্রী তিশা কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শনিবার ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার চালিয়ে দিনভর ধামাচাপা দেয়া হলেও দুপুরে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ বাপ্পী কর্মকারকে আটক করে।
তিশা কর্মকার পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার বাশতলা গ্রামের সুকদেব কর্মকারের মেয়ে। আটক বাপ্পী কর্মকার নগরীর হাসপাতাল রোডের বাসিন্দা।
শুক্রবার রাত ১টার দিকে স্বামীর ঘরে তিশার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যরা দাবি করেছেন, তিশা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. রাসেল জানান, তিশার হাতে ও গলায় আঘাতের চিহৃ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী বাপ্পী কর্মকারকে আটক করা হয়েছে। তিশার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply