রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফ্লাট বাসায় আটকে অনৈতিক কাজে লিপ্ত রাখার অভিযোগে বরিশাল নগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেনের একটি ফ্লাট বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ওই বাসা থেকে তিন নারীকে উদ্ধার করা হয়। বুধবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।
বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে আটককৃতরা হচ্ছে: রানা ও তার স্ত্রী জেসমিন বেগম এবং সহযোগী আকাশ। জেসমিন একটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, ওই মামলায় তার এক বছরের জেল এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা এসআই মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাট বাসায় অভিযান চালানো হয়। এ সময় ফ্লাট বাসায় আটকে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করা তিন নারীকে উদ্ধার করা হয়। আটক করা হয় অভিযুক্ত দম্পত্তি ও তাদের সহযোগিকে।
উদ্ধারকৃত নারীরা জানান, বিউটি পার্লারে মাসিক বড় অংকের টাকায় চাকরি দেয়ার কথা বলে আটকে তাদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল আটককৃতরা।
এসআই আরো বলেন, এই চক্রটি দীর্ঘদিন যাবত চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করে। তাই আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার আইন মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
Leave a Reply