শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে পৃথক অভিযানে ১০০ পিস নেশাজাতীয় ইনজেকশন ‘জি-মরফিন’ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন ভোলা জেলার বাপ্তা ইউনিয়নের সুন্দরখালী গ্রামের আবু তাহের এর পুত্র মোঃ তামিম হাসান ও বরিশাল নগরীর ১৩নং ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা এলাকার আঃ রব খান’র পুত্র গোলাম মাহবুব মনোজ। অভিযানে নেতৃত্ব দেন সিনিঃ সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) মোঃ রাসেল।
পুলিশ জানিয়েছে, সিনিঃ সহঃ পুলিশ কমিশনার মোঃ রাসেল এর নেতৃত্বে এসআই রিয়াজুল ইসলাম, এএসআই মিজান ও এএসআই যুগল কুন্ডু গত মঙ্গলবার মাদক উদ্ধার অভিযান চালানোর সময় বরিশাল সিটি কর্পোরেশনের সামনে থেকে মোঃ তামিম হাসানকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ‘জি-মরফিন’ ইনজেকশন উদ্ধার করা হয়। একই আভিযানিক দলটি সাগরদী বাজার এলাকায় অভিযান গোলাম মাহবুব মনোজকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ‘জি-মরফিন’ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply