বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশালের হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে জুলাই মাসের উপজেলা আইন শৃঙ্খলা সভা এবং উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি করোনা পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারিবৃন্দ, ৬ ইউনিয়নের চেয়ারম্যান,সচিব ও ইউপি সদস্যদের মাঝে নির্বাহী অফিসার এর উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হয়েছে।
নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ৯ জুলাই দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন অর রশিদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, হিজলা গৌরব্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহবুদ্দিন আহমেদ, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান আঃ লতিফ খান, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার।
উক্ত সভায় করোনা পরিস্থিতির কথা চিন্তা করে কোরবানি পশুর হাটে যাতে স্বাস্থ্যবিধি মানা হয় সেদিকে বিশেষ খেয়াল রাখার আহবান করা হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতির মাঝে ডেঙ্গুরও কথা ভেবে এডিস মশা প্রতিরোধে বাড়ির চারপাশে নিজ উদ্যোগে পরিষ্কার রাখতেও বলা হয়েছে। এবং শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়ের উপর গুরুত্ব দেয়া হয়েছে।
Leave a Reply