বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধি॥ বরিশালের মুলাদীতে পৌর নির্বাচনকে কেন্দ্র করে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। এ নির্বাচনে মেয়রপ্রার্থী (স্বতন্ত্র) হয়েছেন উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক দিদারুল আহসান খান। নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে গিয়ে তার গাড়ি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ নিয়ে রোববার মুলাদী প্রেসক্লাবের শাহজাহান মাহমুদ হল রুমে এক সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে মুলাদী পৌর এলাকার আট নম্বর ওয়ার্ডে মোহাম্মদ কবিরাজ বাড়ির সামনে নৌকার কর্মীরা আমার প্রচারে ব্যবহৃত মাইক ও অটোরিকশা ভাংচুর করে খালে ফেলে দেয়। এ সময় তারা আমার নির্বাচনী ব্যানারে আগুন লাগিয়ে দেয়।
এ ব্যাপারে মুলাদী থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। রোববার সকাল ১১টার দিকে নৌকার কর্মীরা ওই একই ওয়ার্ডে আমার কর্মীদের মারধর করে মোটরসাইকেল আটকে রাখে। বহিরাগত সন্ত্রাসীরা ধারালো অস্ত্রসহ মোটরসাইকেলযোগে ভয়-ভীতি দেখাচ্ছে।’
তিনি আরো বলেন, যাতে আগামী ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনের দিন ভোটাররা সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দিতে পারে সেজন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।
Leave a Reply