বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে স্ত্রী-সন্তান ও সহকর্মীদের নিয়ে ছাতকের পিয়াইন নদীতে ভ্রমণে গিয়েছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির। পাশেই ইসলামপুর ইউনিয়ন সংলগ্ন পিয়াইন নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিলো তিনজন বালু খেকো।
তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই তিনজনের কাছ থেকে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মো. গোলাম কবির।
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বরিশাল জেলার বাকেরগঞ্জের জামাল মিয়াকে ১ লাখ ৫০ হাজার টাকা ও সিলেট সদর উপজেলার হেংলাকান্দি গ্রামের জুয়েল মিয়া এবং ভোলা সদর থানার মো. মিরাজকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীলও উপস্থিত ছিলেন।
Leave a Reply