শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে মা-বাবার কলহের জেরে বিষপানে আত্মহত্যা করেছে মেয়ে। এছাড়া দাম্পত্য কলহের জেরে নিজের ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ।
সোমবার দুপুরে ও সন্ধ্যায় আমতলী সদর ইউনিয়নের পুজাখোলা গ্রামে ও পৌরসভার সবুজাগ এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুজাখোলা গ্রামের কামাল জমাদ্দারের মেয়ে মহিমা, সবুজবাগের এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার ইনস্ট্রাক্টর এনামুল হকের স্ত্রী মরিয়ম।
জানা গেছে, পুজাখোলা গ্রামের কামাল জমাদ্দারের সঙ্গে দ্বন্দ্বের জেরে তার স্ত্রী হাজেরা বেগম তিন মাস আগে বাবার বাড়ি চলে যান। ওই ঘটনায় তার দুই মেয়ে মহিমা ও সুরাইয়া মানসিকভাবে ভেঙে পড়ে। সোমবার দুপুরে ভাত খাওয়ার পর তারা কীটনাশক পান করে। খবর পেয়ে বাবা কালাম জমাদ্দার দ্রুত তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলাবর সকালে মহিমা মারা যাইয়। এছাড়া তার বোন সুরাইয়া গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
অন্যদিকে, আমতলী পৌরসভার সবুজবাগ এলাকায় দাম্পত্য কলহেরজেরে ফ্যানের সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন গৃহবধূ মরিয়ম। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার জানান, কিশোরী মহিমার লাশের ময়নাতদন্ত বরিশাল শেবাচিম হাসপাতালে হয়েছে। গৃহবধূ মরিয়মের লাশ বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এসব ঘটনায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply