বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বিষখালী নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বড় পাঙ্গাস মাছ। মাছটি দেখতে বরগুনা মাছ বাজারে ভির করে উৎসুক জনতা। পরে মাছটি ১৫ শ’ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।
শনিবার সকালে বিষখালী নদীতে জেলে জয়নাল ফরাজীর জালে ধরা পড়ে ওই পাঙ্গাস মাছটি। পরে দুপুরে মাছটি বরগুনার আবুল কালাম আজাদের আড়তে নিয়ে আসা হয়। কালামের আড়ৎ থেকে মৎর্য ব্যবসায়ী দেলোয়ার প্যাদা মাছটি কিনে নেন। এরপর বরগুনা মাছ বাজারে কেজিপ্রতি ১৫ শ’ টাকা দরে কেটে বিক্রি করা হয়।
মৎস্য ব্যবসায়ী দেলোয়ার প্যাদা বলেন, গত বছরের চেয়ে এবছরের পাঙ্গাসের সাইজ অনেকটাই বড়। তবে এত বড় সাইজের পাঙ্গাস আমি আগে কখনো দেখিনি। নদীর পাঙ্গাস হওয়ার ভালো স্বাদ পাওয়া যাবে।
বরগুনার সদর উপজেলার মোল্লার হোরা গ্রামের জেলে জয়নার ফরাজী ২৫ কেজির এই পাঙ্গাসটি বিক্রি করেছেন ২০ হাজার টাকায়। তবে মৎস্য ব্যবসায়ী পরে কেটে ভাগ হিসেবে ১৫ শ’ টাকা কেজি দরে বিক্রি করেন ৩৭ হাজার ৫০০ টাকায়।
Leave a Reply