সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি॥ প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নুসরাত জাহান স্বর্ণা নামে এক কলেজছাত্রীকে ছুরি মেরে আহত করেছে শহিদুল ইসলাম দুলাল নামের এক বখাটে। সোমবার (০১ জুলাই) বিকেলে পৌর শহরের পশ্চিম কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত কলেজ ছাত্রী নুসরাত জাহান স্বর্ণাকে (১৭) স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে শহরের মহিউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং স্থানীয় বাসিন্দা এবং সৌদি প্রবাসী জাকির হোসেন মৃধার মেয়ে।
এছাড়া অভিযুক্ত বখাটে শহিদুল ইসলাম দুলাল (২৮) মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের সামসুল হকের ছেলে বলে জানিয়েছেন পিরোজপুর জেলার পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।আহত কলেজ ছাত্রীর বাবা জাকির মৃধা বলেন, বখাটে শহিদুল আমার মেয়েকে কলেজে ও প্রাইভেটে আসা যাওয়ার পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। আমার মেয়ে ওর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ওই বখাটে ক্ষিপ্ত হয়।তিনি বলেন, নুসরাত জাহান স্বর্ণা প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ে বাসায় ফিরছিলো।পথিমধ্যে শহিদুল ইসলাম দুলাল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং ছুরি মেরে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
আহত কলেজ ছাত্রীর নানা মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার বলেন, বখাটে শহিদুল ইসলাম দুলাল আমার নাতনীকে উত্যক্ত করায় আমি মঠবাড়িয়া থানায় একটি ডায়েরি করেছিলাম। তবে এ ব্যাপারে অভিযুক্ত শহিদুল ইসলাম দুলালের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, কলেজছাত্রীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব শিঘ্রই পুলিশ তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে। তাছাড়া এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply