বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ স্থানীয় কতিপয় প্রভাবশালী রাজনৈতিক নেতা ষড়যন্ত্র করে জননেতা আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহর (এমপি)’র ভাবমুর্তি ক্ষুন্ন করতে তার বিশেষ ক্ষমতা প্রয়োগের মাধ্যমে ভোট গণনা কক্ষে প্রবেশ করে আমার ভোট গণনাকারী এজেন্টকে জিম্মি করে রেখে ভোট গণনা করেন এমনকি নির্বাচনী চুরান্ত ফলাফল ফরমে আমার নির্ধারিত ভোট গণনাকারী এজেন্টের স্বাক্ষর না নিয়েই পোলিং এজেন্টের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়েছে।
এবং সংশ্লিষ্ট নির্বাচন অফিসার, প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতায় ভোট গণনায় সুক্ষ¥ কারচুপি করে ওই প্রভাবশালী নেতা কোন নির্বাচন অফিসার ছাড়াই নিজেই আমার প্রতিদ্বন্ধী প্রার্থীকে বিজয়ী করেন।
১লা ফেব্রুয়ারী (সোমবার) সকালে বরিশালের গৌরনদী পৌরসভার ১ নং ওয়ার্ডের টেবিল ল্যাম্প মার্কার পরাজিত কাউন্সিলর প্রার্থী মোঃ ছলেমান হাওলাদার তার শত শত কর্মী-সমর্থকদের উপস্থিতে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশের্^ উপজেলার টরকী বাসষ্ট্যান্ডে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলণে স্থানীয় প্রভাবশালী নেতাদের নির্দেশে সংশ্লিষ্ট নির্বাচন অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, গৌরনদী মডেল থানার ওসির প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে ছলেমান হাওলাদার বলেন, “ভোটের দিন সুষ্ঠভাবে ভোট গ্রহনের পর ভোট গণনার সময় আমাকে প্রশাসন জোরপূর্বক ভাবে কেন্দ্র থেকে বের করে দেয়।
এবং প্রভাবশালী নেতা এইচ এম জয়নাল আবেদীন তার বিশেষ ক্ষমতা প্রয়োগের মাধ্যমে ২নং কেন্দ্রের ভোট গণনা কক্ষে প্রবেশ করে ভেতরে থাকা আমার ভোট গণনাকারী এজেন্টকে জিম্মি করে রেখে ভোট গণনা করেন।”
তিনি সংবাদ সম্মেলনে তার বক্তব্যে আরও বলেন, “টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১নং ভোট কেন্দ্রে বাতিল ভোট সংখ্যা ২০টি ও টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২নং ভোট কেন্দ্রে ৪৩টি ভোট অবৈধ দেখিয়ে সুক্ষ কারচুপির মাধ্যমে কোন নির্বাচন অফিসার ছাড়াই জয়নাল আবেদীন নিজেই আমার প্রতিদ্বন্ধী ডালিম মার্কার প্রার্থী সিকদার মোঃ খোকনকে ৪৩ ভোটের ব্যবধানে বিজয়ী করেন।
ভোট গণনায় কারচুপি দেখে আমার গণনাকারী এজেন্ট স্বাক্ষর দিতে অস্বিকার করলে গণনাকারী এজেন্টের স্বাক্ষর না নিয়েই পোলিং এজেন্টকে জিম্মি করে প্রশাসনের লোকজনদের মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে যায়।”
সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিক্ষুব্ধ অধিকাংশ কর্মী-সমর্থকরা কান্নাজড়িত কন্ঠে বলেন, ফলাফল ঘোষনার পরপরই খোকন ও তার সমর্থকরা ছলেমান হাওলাদার সমর্থক নারী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং নানা ধরনের হুমকি প্রদান করছে।
এ সময় ছলেমান হাওলাদারের কর্মীরা পূর্ণরায় ১নং ওয়ার্ডে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন।
Leave a Reply