মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউপির কুমারের মাল্লি নামক এলাকায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ওই কিশোরীর চাচা সামছুল হককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, শনিবার দুপুরে ওই কিশোরীর বাবা-মাসহ অন্যরা বাড়িতে না থাকায় একই এলাকার সামছুল হক তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় প্রতিবেশী দুই নারী কিশোরীর বাড়িতে ঢুকে আপত্তিকর অবস্থায় দেখে চিৎকার করতে থাকেন। তখন পালিয়ে যান অভিযুক্ত সামছুল।
পরে ওই কিশোরীর মা রাতেই লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন।
লালমনিরহাট সদর থানার ওসি মো. শাহ আলম জানান, মেয়েটির ডাক্তারি করানো হয়েছে। অভিযুক্ত সামছুল হক পলাতক। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।
Leave a Reply