রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুর সদরের মুক্তারকাঠি খালের মোহনায় তৈরি কাঠের সেতুটি জরাজীর্ণ হয়ে পড়েছে। এক সপ্তাহ আগে বালুভর্তি কার্গোর ধাক্কায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর জোড়াতালি দিয়ে সেতুটি মানুষের চলাচলের উপযোগী করা হয়। বেহাল সেতুটি দিয়ে তিন গ্রামের মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এদিকে নদীভাঙনের কারণে যেকোনো সময় সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পিরোজপুর পৌরসভার খুমুরিয়া মহল্লা থেকে বলেশ্বর নদের তীর ঘেঁষে খানাকুনিয়ারি গ্রাম পর্যন্ত সড়কটির নাম খানাকুনিয়ারি সড়ক। সড়কটি দিয়ে মুক্তারকাঠি, খানাকুনিয়ারি ও আলামকাঠি গ্রামের মানুষ শহরে, অফিস–আদালত ও হাসপাতালে যাতায়াত করে। কয়েক বছর ধরে নদীভাঙনের কবলে পড়েছে খানাকুনিয়ারি সড়ক ও মুক্তারকাঠি খালের ওপর তৈরি কাঠের সেতুটি। এক সপ্তাহ আগে মুক্তারকাঠি খালের কাঠের সেতুটিকে বালুভর্তি কার্গো ধাক্কা দেয়। এতে সেতুটির কিছু অংশ ভেঙে নড়বড়ে হয়ে পড়ে। এরপর স্থানীয় লোকজন সেতুটি মেরামতের উদ্যোগ নেন।
সরেজমিনে দেখা যায়, ৮০ ফুট দৈর্ঘ্যের কাঠের সেতুটির উত্তর প্রান্তে সড়কের একাংশ নদীতে বিলীন হয়ে গেছে। সেখানে গাছের পাইলিং দিয়ে নদীভাঙন ঠেকানো হয়েছে। কাঠের সেতুটি মেরামতের কাজ করছেন কয়েকজন গ্রামবাসী। সেতুটির বেশির ভাগ খুঁটি জরাজীর্ণ ও নড়বড়ে।
এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, কয়েক বছর ধরে বলেশ্বর নদের ভাঙনের ঝুঁকিতে রয়েছে কাঠের সেতুটি। যে কোনো সময় সেতুটি নদীতে বিলীন হয়ে যেতে পারে। ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল ও রিকশা-ভ্যান। সেতুটি ভেঙে গেলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এ জন্য জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধ ও কাঠের সেতুর স্থলে লোহার বা গার্ডার সেতু নির্মাণ জরুরি।
পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরদার জিয়াউল হাসান বলেন, কাঠের সেতুটি যেখানে রয়েছে, সেখানে বলেশ্বর নদের তীব্র ভাঙন দেখা দেওয়ায় ওই স্থানে সেতুটি টিকিয়ে রাখা যাবে না। এ জন্য মুক্তারকাঠি খালের মোহনা থেকে কয়েক’শ ফুট পূর্ব দিকে সেতুটি স্থানান্তর করতে হবে। তবে সবচেয়ে ভালো হয় একটি গার্ডার সেতু নির্মাণ করা গেলে।
পিরোজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী অমল কৃষ্ণ ভদ্র বলেন, স্থানটি ভাঙনকবলিত হওয়ায় কিছু দূরে গার্ডার সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে পৌর কর্তৃপক্ষের। তবে পৌরসভার এ কাজ করার মতো টাকা নেই। বরাদ্দ পেলে কাঠের সেতুটির জায়গায় গার্ডার সেতু নির্মাণ করা হবে।
Leave a Reply