রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ মোঃ এমরান ওরফে এমরান সওদাগার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮।এসময় তার কাছ থেকে ২টি ওয়ান শ্যুটারগান, ৬ রাউন্ড কার্তুজ, ৩ শত পিস ইয়াবা ও ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২০ আগস্ট) র্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে প্রেরিত প্রেস বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
র্যাব জানায়, পোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে মাদক ব্যবসায়ী এমরানের বাড়িতে অভিযান চালায় র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্য তাকে আটক করে।
পরে এমরানের স্বীকারোক্তি ভিত্তিতে তল্লাশী করে তার বসতঘরের ২য় তলায় শয়নকক্ষের বিছানার পাশে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড কার্তুজ, ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ শ’গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব।
জানা গেছে, মাদক ব্যবসায়ী এমরান সওদাগার দীর্ঘদিন ধরেই ভাণ্ডারিয়া এলাকায় নিজেকে প্রশাসনের সোর্স পরিচয় দিয়ে মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি করে আসছিলো।
এই ঘটনায় র্যাব-৮ এর ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদি হয়ে ভাণ্ডারিয়া থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
Leave a Reply