মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ॥ কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এক নতুন মাত্রা পেয়েছে। দুই দেশের সীমান্তবর্তী এলাকায় প্রতিনিয়ত গোলাগুলির ঘটনা ঘটছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে সেনাবাহিনীকে পাল্টা জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে সীমান্তে সংঘর্ষের মাত্রা দিন দিন বাড়ছে।
পাকিস্তানও থেমে নেই। আজাদ কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছাকাছি সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। পূর্ণাঙ্গ সামরিক মহড়া পরিচালনা করেছে পাকিস্তানি বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক উত্তেজনা যেকোনো সময় খোলামেলা যুদ্ধের রূপ নিতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভয়ানক হুমকি।
আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক সীমান্তবর্তী অঞ্চলের ১৩টি নির্বাচনী এলাকার বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদ করার নির্দেশ দিয়েছেন। জরুরি সেবা চালু রাখতে ১০০ কোটি রুপির ফান্ড গঠন করা হয়েছে। এ ছাড়া রাস্তাঘাট ঠিক রাখতে সরকারি ও বেসরকারি যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে।
এ অবস্থায় ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর হামলার আশঙ্কায় পাকিস্তান কাশ্মিরের সব মাদরাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও ছুটির কারণ হিসেবে গরম ও তাপপ্রবাহ দেখানো হচ্ছে, তবে ধর্মবিষয়ক দপ্তরের পরিচালক জানিয়েছেন, মূলত নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত।
Leave a Reply