মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
শামীম আহমেদ ॥ নির্বাচন কমিশনের ঘোষণা অনুয়ায়ী বরিশাল নগরীতে যেসব স্থানে বিলবোর্ড,ব্যানার ফেস্টুন ছিল, তা অপসারণ করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত মোবাইল টিমের মাধ্যমে আজ সোমবার বেলা ১১টা থেকে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এরআগে নগরীর সৌন্দর্য রক্ষার্থে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াত সাদিক আব্দুল্লাহ মাইকিং ও পত্রিকায় বিজ্ঞান দিয়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড নগরীতে সাটানো ছিল তা অপসারণ করতে নির্দেশ দিয়েছিলেন। এরপর অবশিষ্ট যা ছিল, সোমবার সকাল থেকে বরিশাল নগরীর হাসপাতাল রোড, বিএম কলেজ, নথুল্লাবাদ ও লাখোটিয়া সহ বিভিন্ন এলাকার বিলবোর্ড অপসারন করেছে বরিশাল সিটি কর্পোরেশন। এসময় বিসিরি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হকের নেতৃত্বে নগরী থেকে এসব ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়।
Leave a Reply