সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
রিয়াজ মাহামুদ আজিম:
বরিশাল নগরীর ২২নং ওয়ার্ডের শহীদ জিয়া সড়ক এলাকায় অগ্নিকান্ডে চার দোকান ভষ্মিভুত হয়েছে। বুধবার (০৫ ডিসেম্বর) রাতের এই অগ্নিকান্ডে দুই লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করা হচ্ছে।পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। একটি লেত-তোষকের দোকান থেকে সর্টসার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানিয়েছেন।
এদিকে আগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দমকল বাহিনীর সদস্যরা জানান, জিয়া সড়কে ব্রাশ ফ্যাক্টরীর পাশে সিরাজের লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে তা পার্শবর্তী মো. আদু মিয়ার দরর্জীর দোকান, পাশে থাকা অপর একটি চায়ের দাকান ও রিকসার পার্সেও দোকান সহ চারটি দোকানে ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিসের দাবী তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনায় ১০ লক্ষাধীক টাকার মালামাল পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে।
Leave a Reply