রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ মে) নগরের বিভিন্ন স্থানে বাজার তদারকিমূলক অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করা হয়। পাশাপাশি নাগরিকদের ভোক্তা অধিকার আইন সম্পর্কিত প্যাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অপরাধে স্টিমার ঘাট এলাকার মায়ের দোয়া হোটেলকে ১০ হাজার টাকা, রসমেলা হোটেলকে ২ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা, ঔষধের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকার অপরাধে বান্দ রোডস্থ আয়েশা মেডিকেল হলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়ার উপস্থিতিতে অভিযানে সহযোগীতা করেন বরিশাল সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর রাসেল সিকদার ও আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যবৃন্দ।জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক সুমি রানী মিত্র।
Leave a Reply