সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
এম. কে. রানা॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর সময়োপযোগী পদক্ষেপ ও নির্দেশনায় সমৃদ্ধ বিএমপি পরিবার। আজ বরিশাল পুলিশ লাইন্স মাঠে ইয়োগা অনুশীলন অনুষ্ঠানে বিএমপি কমিশনার বলেন, দীর্ঘ মেয়াদি সুস্থ্যতায় ইয়োগার বিকল্প নেই, নিজের দেহবিন্যাস সুষম ও সুগঠিত রেখে এই করোনাকাল মোকাবেলা করতে হবে।
তিনি আরো বলেন ইতিমধ্যেই বিএমপি কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ ও আন্তরিক তদারকি কার্যক্রম পরিচালনায় একে একে COVID-19 বিজয়ী হতে চলছে আক্রান্ত বিএমপি সদস্যবৃন্দ। শারীরিক ও মানসিক উদ্যম নিয়ে কাজের গতি আরও বেগবান করতে, নিয়মিত শরীর চর্চার পাশাপাশি ফোর্স মেসে রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধক সুষম ডায়েট মেনু, নিয়মিত স্বাস্থ্য সুরক্ষা পর্যবেক্ষণ আক্রান্ত ফ্রন্ট ফাইটার দের অনেককেই COVID-19 নেগেটিভ পেতে সহায়তা করেছে।
বিএমপি কমিশনার বলেন, যুদ্ধ জয়ের পাশাপাশি বিএমপি এসএএফ ও পিওএম একযোগে সোনালী আলোয় সম্মিলিত ইয়োগা, দিনভর কর্তব্য পালনে আরও উদ্যম যুগিয়েছে।
Leave a Reply