রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন
তালতলী সংবাদদাতা: বরগুনা জেলার তালতলী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।
স্হানীয় সূত্রে জানাগেছে শুক্রবার (২৪ মে) সন্ধা ৬টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজবি-উল কবির জোমাদ্দার ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু লাউপাড়া বাজারে নির্বাচনী গনসংযোগ ও সাধারন ভোটাদের সাথে দেখা করতে গেলে।
এ সময় লাউপাড়া বাজারে দুই পক্ষের লোক জনের ভিতরে কথার কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের আমতলী, বরিশাল ও পটুয়াখালী হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা যায়।ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Leave a Reply