মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস দেখাতে পারবে না।” এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার (২ মে) তিনি এ কথা বলেন।
তিনি দাবি করেন, পলাতক স্বৈরাচারীরা গত দেড় দশকে দেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। এখন সময় এসেছে, যাতে তারা আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসন পতনের পর যে রাজনৈতিক পরিসর তৈরি হয়েছে, সেখানে জনগণের স্বাধীনতা নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত।”
তারেক রহমান অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সময়ক্ষেপণ করছে। তিনি প্রশ্ন রাখেন, “যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তাদের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে সরকার কী ব্যবস্থা নিয়েছে?”
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পলাতক স্বৈরাচার এবং তার সহযোগীরা দুর্নীতির টাকা ব্যবহার করে আবারও রাজনীতিতে ফিরে আসতে চাইছে। “স্থানীয় সরকার নির্বাচন সেই অপশক্তিকে পুনর্বাসনের একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে,” বলেন তারেক রহমান।
জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, “যতদিন পর্যন্ত জনগণ নিজের ভোটে সরকার গঠন করতে না পারবে, ততদিন কোনো সংস্কারই টেকসই হবে না।”
তিনি আরও বলেন, আজ দেশে এমন একটি পরিবেশ তৈরি করা হচ্ছে, যেখানে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করাও যেন একটি অপরাধ। এই ধরনের পরিস্থিতি গণতন্ত্রকামী জনগণের জন্য অপমানজনক বলে তিনি মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলনে বিএনপি সবসময় জনগণের পক্ষে থাকবে। কোনো দল যদি মনে করে সংস্কারের মাধ্যমে পরিবর্তন সম্ভব, তাহলে তাদের উচিত নির্বাচন আয়োজনের দাবি জোরালোভাবে তোলা।”
অবশেষে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের সিদ্ধান্ত ও অংশগ্রহণের ওপর। “গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে এখনই সময় রোডম্যাপ ঘোষণার,” বলে জোর দাবি জানান তারেক রহমান।
Leave a Reply