রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ॥
আজ ২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোট এর ১১ দফা দাবীতে “নির্বাচন কমিশন ঘেরাও” কর্মসুচি অনুষ্ঠিত হয়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে শান্তিপূর্ন কর্মসূচিতে পুলিশি হামলার নিন্দা ও ক্ষোভ জানিয়ে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নিলু ও সদস্য সচিব হারুনুর রশিদ মাহমুদ এক যৌথ বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন যে, শান্তিপূর্ন মিছিলে কাওরান বাজার এলাকায় ন্যাক্যার জনক ভাবে পুলিশ লাটি চার্জ করে।
দমন-পীড়ন ও পুলিশ হামলায় গুরুত্বর ভাবে আহত হন জোটের কেন্দ্রীয় নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি, সম্পাদক মন্ডলীর সদস্য মনির উদ্দিন পাপ্পু, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, সিপিবি’র সাধারন সম্পাদক শাহ-আলম তালুকদার সহ প্রায় অর্ধশতাধিক নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এই হামলার সাথে জরিত পুলিশ সদস্যদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার দাবী জানান।
Leave a Reply