বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশাল জেলার গৌরনদী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাবে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কার্যালয়ে উদ্বোধণ করেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সাবেক ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি আনিচুর রহমান।
সংগঠনের সভাপতি কাজী সুজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সংঠনের উপদেষ্টা খোকন আহমেদ হীরা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূঁইয়াসহ অন্যান্যরা। শেষে সংগঠনের সাফল্য কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply