বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী পৌর সভার লাখেরাজ কসবা মহল্লার মাদকাসেবী জয়দেব দাসকে (৩০) ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
দন্ডপ্রাপ্ত জয়দেব দাস ওই মহল্লার রিশি দাসের পুত্র। দন্ডপ্রাপ্ত জয়দেবকে বৃহস্পতিবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে। গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পুলিশ পরিদর্শক আঃ হাই সঙ্গীয় ফোর্স নিয়ে সেবনের সময় আটক করে। পরবর্তীতে বুধবার বিকেলে উপজেলা ভ্রাম্যমান আদালতে হাজির করলে জয়দেব দোষ স্বীকার করায় আদালত এ রায় প্রদান করেন।
Leave a Reply