শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
বরিশালের আগৈলঝাড়ায় ইঁদুরের উৎপাতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক।এ বছর আমন ধানের ক্ষেতে পানি না থাকায় ইঁদুর ধান গাছ কেটে দিচ্ছে।বিশেষ করে রোপা আমনের ক্ষেত ইঁদুরের আক্রমণে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে।ইঁদুরের আক্রমণ থেকে ক্ষেত রক্ষার কৌশল জানতে কৃষকরা উপজেলা কৃষি অফিসে ভিড় করছেন।কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ইঁদুর নিধনে বেশী সময় দিচ্ছেন কৃষকরা।সবশেষ গত বৃহস্পতিবার একদিনে আগৈলঝাড়ার উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের কৃষক বাচ্চু হাওলাদার কৃষি অফিসের কৌশল ব্যবহার করে ১২০টি ইঁদুর মেরেছেন।
ইঁদুর নিধনে তার সাফল্যে আগ্রহী হয়ে উঠেছেন অন্যান্য কৃষকরা।আগৈলঝাড়া উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল জানান,চলতি আমন মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ৭শ’ ৭০ হেক্টর।এর মধ্যে ১৭৫ হেক্টর উফসী আমন এবং ৫২৫ হেক্টর স্থানীয় উফসী জাতের আমন ধান।এ পর্যন্ত উপজেলার কৃষকরা ১৭৫ হেক্টর জমিতে উফসী আমন ও ৫২৫ হেক্টর জমিতে স্থানীয় উফসী জাতের আমন আবাদ করেছেন।আবাদের অপেক্ষায় রয়েছে আরও কয়েক হেক্টর জমি।কিন্তু এ বছর জমিতে পানি কম থাকায় ঝাঁকে ঝাঁকে ইঁদুরের দল ফসলী জমির উচু জায়গায় (টেকে) বাসা বেঁধেছে।ইঁদুরের দল আমন ক্ষেতের ধান গাছ কেটে দিচ্ছে।বিশেষ করে রোপা আমনের ক্ষেত ইঁদুরের আক্রমণে বেশি আক্রান্ত হচ্ছে।এ অবস্থায় ধান ক্ষেত রক্ষার কৌশল জানতে প্রতিনিয়ত কৃষি অফিসে ভিড় করছেন কৃষকরা।তাদের দেয়া ইঁদুর মারার বিশেষ কৌশল ও পরামর্শ কাজে লাগাচ্ছেন কৃষকরা।সবশেষ গত বৃহস্পতিবার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের কৃষক বাচ্চু হাওলাদার ওই কৌশল অবলম্বন করে একদিনে ১২০টি ইঁদুর নিধন করতে সক্ষম হয়েছেন।তার এই সাফল্য দেখে অন্যান্য কৃষকরাও একই কৌশলে ইঁদুর মারার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানান কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল।
Leave a Reply