বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আবুল কালাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ছাতক থানার গহরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার আবুল কালাম উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের কেরামত উল্লাহ ছেলে। তিনি নির্যাতনের শিকার কিশোরীর সৎ মামা।
মামলা সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি আবুল কালাম ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যান। এরপর থেকে আবুল কালাম মেয়েটিকে বিভিন্ন জায়গায় আটকে রেখে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতার যুবককে বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার কিশোরীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।
Leave a Reply