রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ অগঠনতান্ত্রিকভাবে কলাপাড়া কৃষক লীগের গঠিত কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখা হয়েছে। কমিটি নিয়ে কোন অনৈক্য নেই।
এ কারণে কৃষক লীগের কেন্দ্রীয় ও জেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলাপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি আখতাউর রহমান হারুন।
তিনি বলেন, কলাপাড়ায় কৃষক লীগের গঠিত কমিটি আমার নেতৃত্বে মাঠ পর্যায়ে কাজ করে আসছিল। কিন্তু হঠাৎ করে ১৪ জুলাই কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আমার অনুপস্থিতিতে অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় একটি মনগড়া কমিটি গঠন করা হয়। যাতে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করা হয়েছে। বিষয়টি পটুয়াখালী জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতাদের অবগত করানো হয়। পরবর্তীতে ২০ জুলাই জেলা কমিটির নেতৃবৃন্দ মনগড়া ওই কমিটি বাতিল করে পূর্বের পূর্ণাঙ্গ কমিটি বহাল করেন।
এসময় কলাপাড়া পৌর কৃষকলীগের সভাপতি সৌরভ সিকদার, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দোলন ঢালীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply