ইউপি সদস্য হত্যা মামলায় পিরোজপুরের ৭ জনের যাবজ্জীবন Latest Update News of Bangladesh

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




ইউপি সদস্য হত্যা মামলায় পিরোজপুরের ৭ জনের যাবজ্জীবন

ইউপি সদস্য হত্যা মামলায় পিরোজপুরের ৭ জনের যাবজ্জীবন




পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুরের একটি আদালত একটি হত্যা মামলায় ৭জনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১০হাজার টাকা অনাদায়ে ৬মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্তরা হলেন, আলম মোল্লা,বাচ্চু মোল্লা,শাহাদাৎ হোসেন,ইদ্রিস আলী,ইলিয়াস হোসেন,মোঃ রহিম,দেলোয়ার হোসেন। সোমবার পিরোজপুর জেলা ও দায়রা জজ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পিপি এ্যড,খান মোঃ আলাউদ্দিন এসব তথ্য জানান।

মামলার সংক্ষিপ্ত বিবারলে জানাযায়, ঘটনার দিনগত ২৬জুলাই২০০৯ তারিখ রাত দুইটায় জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম ফুলঝুড়িতে মৃতঃ এজহার ফরাজীর ছেলে ফিরোজ ফরাজী ডাতাত ডাকাত বলে ডাক চিৎকার করলে প্রতিবেশীর চিৎকার শুনতে পেয়ে মৃতঃ সৈজদ্দিন হাওলাদারের পুত্র ইউপি মেম্বর মোঃ শাহ আল রানা সেখানকার বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর পৌছাতে না পৌছাতেই প্রতিপক্ষ তাকে উপর্যপরী কুপিয়ে জখম করলে আহতকে রাত ৪টার সময় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করা হয়। পরেদিন তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে ২৯ জুলাই ২০০৯ তারিখ সকাল সাড়ে দশটায় সে মারা যায়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই আকরামুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত নামা ১০/১২জনকে আসামী করে মামলা করলে(মামলা নং-সেসন-৯১/১৯,জি,আর-২৯৫/২০০৯,ধারা-৩০২/৩৪দঃবিঃ) পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ৮জনের নামে আদালতে চার্জসীট দেয়। মামলার রায় ঘোষনা কালে আসামী বাচ্চু মোল্লা ও শাহাদাৎ হোসেন অনুপস্থিত ছিলেন এবং আসামী এর অগেই মৃত্যুবরণ করায় ৫জন আসামী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পিপি এ্যড,খান মোঃ আলাউদ্দিন এবং আসামী পক্ষে এ্যাড,আহসানুল কবীর বাদল মামলা পরিচালনা করেণ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD