শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শেখ এ্যানী রহমানের গাড়িবহরে হামলা ও গুলির অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল বুধবার সকালে নাজিরপুরে এ্যানী রহমানের সমর্থকদের উদ্যোগে মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলার শ্রীরামকাঠী ইউপি চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো.অহিদুজ্জামান খান ঠান্ডু, যুবলীগ নেতা বিপ্লব, বদিউজ্জামান কাঞ্চন প্রমুখ।
শেখ এ্যানী রহমান হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সদস্যসচীব হাফিজুর রহমান টোকনের স্ত্রী। গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে শহরের দামোদর ব্রীজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ হামলায় ৩ জন আহত হয়েছে। ওই গাড়ি বহরে থাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাকসুদুর রহমান লিটন জানান, ওই রাতে এ্যানী আপার গাড়ির বহর শহরে প্রবেশ করার সময় দামোদর ব্রীজের কাছে বসে কিছু মুখোশধারী দুর্বৃত্তরা এ হামলা চালায় ও গুলি করে।
তবে গুলি তার গাড়িতে লাগে নি। এ ঘটনার পরে তার এক দেহরক্ষী শর্টগান দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। এর পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় লোকজন ও গাড়িবহরে থাকা নেতা-কর্মীরা হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে শেখ এ্যানী রহমান বলেন, হামলাকারীদের হামলার পর পুলিশের ভুমিকা রহস্য জনক।
এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ টহল পুলিশ ব্যাবস্থা জোরদার করা হয়েছে। এ ব্যপারে পুলিশ সুপার মোহাম্মাদ সালাম কবির জানান, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের কর্মকর্তারা সেখানে পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আইনী ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে।
Leave a Reply