বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:র্যাব-৮ এর অভিযানে এবার দুধের কৌটার ভিতর থেকে প্রায় ৬হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময়ে একজনকে আটক করে আভিযানিক দলটি। আজ দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল নগরীর সিএন্ডবি রোডস্থ ইউএসবি বাংলা কুরিয়া সার্ভিস অফিসের সামনে থেকে ইয়াবাকারবারিকে আটক করা হয়। র্যাব জানিয়েছে কুরিয়ারে ইয়াবা পাচার করছিল সে। আটককৃত ওই ব্যাক্তির নাম সরোয়ার। তার বাড়ি বাকেরগঞ্জ উপজেলার ঢালমারা গ্রামে।
আজ রাতে র্যাব-৮ প্রেরিত ই-মেইল বার্তায় জানানো হয়, কৌশলগতভাবে ঘটনাস্থলে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকরে সরোয়ার।তবে পালানোর আগেই তাকে আটক করে র্যাব টিম। শেষে জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের কথা স্বীকার করে।স্বীকারোক্তি অনুসারে গুড়াদুধের কৌটার ভিতর রাখা পাঁচ হাজার আটশত ত্রিশ পিস গোলাপি এবং সাদা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।এ ঘটনায় ডিএডি আল-মামুন শিকদার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
Leave a Reply