মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়া, স্বাস্থ্যখাতে দুর্নীতি এবং অব্যবস্থাপনা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ও নিপীড়নের প্রতিবাদে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী শিল্প গোষ্ঠী বরিশাল জেলা সংসদ। সোমবার জুলাই বেলা ১২টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বর সম্মুখ সদর রোডে এ প্রতিবাদ সমাবেশ পালিত হয়।
উদীচী বরিশাল জেলা সংসদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ দাশ মুন্সি, কবিতা আবৃতি পরিষদ সভাপতি আজমুল হোসেন লাবু, উদীচী সংসদ সাধারণ সম্পাদক স্নেহাংশ কুমার বিশ্বাস, নাট্য সংগঠন উত্তরণের সভাপতি মো. শাহেদ।
এ সময় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য রাখেন ছাত্রমৈত্রী বরিশাল মহানগর সভাপতি শামিল শাহরুখ তমাল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে বর্তমান করোনাকালীন সময়ে স্বাস্থ্যখাতে যে ব্যাপক দুর্নীতি প্রকাশ পাচ্ছে তা তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান। একই সময় সরকার দেশের পাট কল শিল্প প্রতিষ্ঠান বন্ধ করার হঠকারিতা সিদ্ধান্ত নিয়েছে সেখান থেকে ফিরে এস পাটকল চালুর মাধ্যমে দেশের উন্নয়নের গতিধারা বজায় রাখার আহ্বান জানানো হয়।
Leave a Reply