শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার সোমা দাস, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য আশরাফুল ইসলাম ছোট্ট, আখতারুন্নেসা রেবা, ইউপি সচিব সন্তোষ কুমার বড়াল প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, জনগণের প্রধান সেবা কেন্দ্র হল ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা সার্বক্ষণিক জনগণের সেবায় নিয়োজিত থেকে জনগণের সেবা নিশ্চিত করবে।
Leave a Reply