মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুরকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় তাকে আটক করা হয়। টুটুল নগরীর নগরীর নাজির মহল্লা এলাকার হারুন অর রশিদের পুত্র।
স্থানীয়রা জানায়, নীরব হোসেন টুটুল তৎকালীন মেয়র সাদিকের আমলে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে বরিশালে ব্যাপক সন্ত্রাসী, মাদক ব্যবসা ও চাঁদাবাজি করেছেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দলের এক নেতার ছত্রচ্ছায়ায় নীরব হোসেনের উত্থান। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বরিশাল সাবেক মেয়র শওকত হোসেনের (হিরণ) সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে।
২০১৮ সালে সাদিক আব্দুল্লাহ মেয়র নির্বাচিত হলে তার সঙ্গেও সম্পর্ক তৈরি করেন নীরব হোসেন। বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র, বিভিন্ন ঘাট ও কাঁচা বাজার নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
Leave a Reply