সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
লালমোহন প্রতিনিধি ॥লালমোহনে পাওনা টাকা চাওয়ায় বেদম পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পুর্ব চরউমেদ গ্রামের শাওন বাজার এলাকায় ১৮ আগস্ট বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শাওন বাজার এলাকার ভুট্রু মিয়ার ছেলে লাভলুর থেকে পাশাপাশি এলাকার ইর্জন আলী মেস্তুরী বাড়ির ইউসুফ আলীর ছেলে ইসমাঈল আল হাসান দশ হাজার টাকা টাকা হাওলাত নেয়। উক্ত হাওলাতি টাকা দেইদিচ্ছি করে ছয় যাবৎ ঘুরাতে থাকে।
টাকা না দিয়ে নানান রকম তালবাহানা করতে থাকে। ঘটনার দিন লাভলু পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে দেনাদার ইসমাঈল আল হাসানসহ কয়েকজন মিলে লাভলুকে এলোপাতারি পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহত লাভলুকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাভলু ও তার পরিবার এ ঘটনার ন্যায় বিচার দাবি করেন।
Leave a Reply