শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার(মাসুদ রানা) : পিরোজপুরের মঠবাড়িয়ায় লোকালয়ে গ্রামবাসীর হাতে একটি হরিণ আটক হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বেতমোড় গ্রামে সুন্দরবণের এ হরিনটিকে ধাওয়া করে গ্রামবাসীরা আটক করে। গ্রামবাসীর ধারণা চোরাই শিকারীদের ফাঁদে ধরা পড়ার পর লোকালয়ে এসে পালিয়ে গিয়ে অবমুক্ত হয়। সংশ্লিষ্টরা জানান চিত্রা হরিণটির ওজন ৩০ থেকে ৪০ কেজি হবে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরিণটি বলেশ^র নদ তীরবর্তী উপজেলার বেতমোর ইউনিয়নের বটতলার মাঠে ছোটাছুটির সময় গ্রামবাসীর নজরে পড়ে। এ সময় জনতার ধাওয়া খেয়ে ভীত হয়ে হরিনটি গ্রামের একটি পুকুরে পড়ে যায়। পরে গ্রামবাসী পুকুর থেকে হরিণটিকে আহত অবস্থায় ধরে ফেলে। খবর পেয়ে থানা পুলিশ হরিণটিকে আহত অবস্থায় উদ্ধার করে।
পরে থানা পুলিশ হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট শরণখোলা রেঞ্জের বগী স্টেশন অফিসারের কাছে হস্তান্তর করেন।
এবিষয় বাগেরহাট শরণখোলা রেঞ্জের বগি স্টেশন অফিসার মিজানুর রহমান মোল্লা জানান, হরিণটি আহত হওয়ায় শরণখোলা রেঞ্জের করমজল প্রাণী প্রজনন কেন্দ্রে চিকিৎসা দেওয়া হবে। পরে সুন্দরবনের গহীন বনে অবমুক্ত করা হবে।
Leave a Reply