মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে বিয়ের মাত্র ২৬ দিন পর নিজ ঘর থেকে আকলিমা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ঐ উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকলিমা বেগম ঐ এলাকার জাকিরের স্ত্রী ও চরফ্যাশন পৌরসভার মাকসুদের মেয়ে। পারিবারিক সূত্র জানায়, সকালে নিজ ঘরের সিলিংয়ে গলায় ওড়না পেঁচানো ও ঝুলন্ত অবস্থায় আকলিমাকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে তারা পুলিশকে খবর দেয়। দুপুরের দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের বাবা মাকসুদ বলেন, রাতে স্বামীর সঙ্গে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। এ কারণেই হয়তো মেয়েটা আত্মহত্যা করেছে।
স্বজনরা জানান, জাকিরের সঙ্গে ২৬ দিন আগে আকলিমকার বিয়ে দিয়েছিলাম। মেহেদীর রঙ এখনো পুরোপুরি মোছেনি। এর আগেই আমার মেয়েকে লাশ হতে হলো।
লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply