মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
মোঃ ইব্রাহীমঃ- খুলনা জেলার ফুলতলা থানার ভেজেরডাঙ্গা দরবার শরীফের ২ দিন ব্যাপী বাৎসরিক ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। হযরত নবী (সঃ) বংশীয় প্রথম সাহাবী হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) এর ৩০ তম পুত্র আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ নাজমুস সাকিব সিদ্দিকী আল-কোরায়েশী ফুরফুরাবী সাহেবের এই দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এবছরও ২ দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
আগামীকাল শুক্রবার ১৩ মার্চ দরবারের খানকা শরীফে ধর্মীয় আনুষ্ঠিকতার মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়ে আগামী ১৪ মার্চ শনিবার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ২ দিন ব্যাপী ইছালে ছাওয়াব এর এই মাহফিলে পবিত্র কুরআন ও হাদীসের আলোকে দরবার শরীফের খলিফা, মুরিদ ও দেশবরেন্য আলেমগণ ওয়াজ নসিহত পেশ করবেন। উক্ত ঈছালে ছাওয়াব মাহফিল সুষ্ঠ ও শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত করার জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। এ ছাড়াও নির্মান করা হয়েছে অনেক সুদৃশ্য তোরন ও প্যান্ডেল। বিভিন্ন প্রকারের আলোকসর্জ্জায় সজ্জিত করা হয়েছে দরবার শরীফ এলাকা।
উক্ত ইছালে ছাওয়াব মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকী হাসিল ও জান্নাতের বাগানকে প্রাণবন্ত করার আহ্বান জানিয়েছেন মাহফিল কমিটি।
Leave a Reply