সোমবার, ০৫ জুন ২০২৩, ১১:২৬ অপরাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পেয়ারপুর ব্রিজের ঢালে বুধবার দিবাগত রাতে ট্রলি উল্টে রিয়াজ জমাদ্দার (২৩) নামের এক চালক নিহত হয়েছেন।
নিহত রিয়াজ উপজেলার গারুরিয়া গ্রামের জাহাঙ্গীর জমাদ্দারের পুত্র। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, রিয়াজ নিজের ট্রলি চালিয়ে পেয়ারপুর ব্রিজ থেকে নামছিলো। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে নিচে চাঁপা পরে রিয়াজ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
Leave a Reply