সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ ব্যাংকের দুর্নীতিবাজ এক কর্মকর্তাকে সাজা দিয়েছে আদালত। আজ জেলা জজ মহসিনুল হক-এর বিচারাধীন বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালত তাকে ১০ বছর কারাদন্ডসহ ২০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো একবছর কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত আসামি হলেন, বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখার সাবেক সহকারী ব্যবস্থাপক আবুল কালাম আজাদ।
আদালতের বেঞ্চ সহকারি হারুন অর রশিদ জানান, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখায় কর্মরত থাকাকালিন তিনি ২০০৩ সালের ২০ সেপ্টেম্বর হতে একই সালের ৪ নভেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের হিসেব জালিয়াতি করে ২৪ লাখ ১১ হাজার ৬ শ ১২ টাকা ২৫ পয়সা আত্নসাত করেন।
এ অভিযোগে ২০০৫ সালের ২ জুলাই বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপক একেএম ফরিদ উদ্দিন তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে।
তদন্তে সত্যতা পেয়ে ২০১০ সালের ৫ আগস্ট দুদকের উপ-সহকারী পরিচালক এইচএম রহমতউল্লাহ তার বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দেন।
রাষ্ট্রপক্ষ ১৭ জন সাক্ষীর সাক্ষ্যদানে সক্ষম হয়।সাক্ষ্য প্রমানে দোষী সাব্যস্ত হলে আবুল কালাম আজাদকে সাজা দেয় আদালত।রায়ের সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারী পরোয়ানা জারী করা হয়।
Leave a Reply