বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর মধ্যে গবেষণা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীতকরণ এবং শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রকে অধিকতর সম্প্রসারণের লক্ষ্যে ঢাকাস্থ বিসিএসআইআর এর প্রধান কার্যালয়ে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিএসআইআর এর আন্তর্জাতিক মানের গবেষণাগারগুলো ব্যবহারের সুযোগ পাবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, বিসিএসআইআর এর সচিব শাহ্ আবদুল তারিক, বিসিএসআইআর এর সদস্য মো. শওকত আলি, মো. জাকের হোসেন, ড. রূপেশ চন্দ্র রয়, পরিচালক ড. সারোয়ার জাহান, বিজ্ঞানী ড. নজরুল ইসলাম ভুঁইয়া, মো. আমিরুল ইসলাম, রিসার্চ কো-অর্ডিনেটর হেমায়েত হোসেন ও বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সাইফ ইসতিয়াক উপস্থিত ছিলেন।
Leave a Reply