বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশালে ছয় দফা দাবি পুরনের লক্ষে বিভাগীয় কমিশনার ও ডিআইজি বরাবর স্মারকলিপি প্রদান করেছে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি।
রবিবার (৩১ জানুয়ারি) বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), বরিশাল রেঞ্জ ডিআইজি বরাবর এই স্মারকলিপি প্রদান করেছে সংগঠনের নেতৃবৃন্দ। ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি বরিশাল বিভাগীয় ও বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।
এ দাবিগুলো হচ্ছে- প্রাকৃতিক দুর্যোগে নিহত জেলে পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা, নিবন্ধিত প্রত্যেক জেলের নামে জীবন বিমা চালু করা, সকল নদীর মোহনায় ক্যাপিটাল ড্রেসিং করা, বদ্ধ জলমহলে আয়তন ঠিক রেখে প্রকৃত মৎস্যজীবী সংগঠনের নামে বরাদ্ধ দেয়াসহ ৬ দফা দাবী তুলেছে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন -কেন্দ্রীয় ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মো.ইসরাইল পন্ডিত, বরিশাল বিভাগীয় সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল মীর, জেলা সভাপতি মুক্তিযোদ্ধা মো.শাহজাহান হাওলাদার, বরিশাল সাংগঠনিক সম্পাদক আবুল বাসার বাঘা প্রমুখ।
Leave a Reply