সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীরে বাস ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক আব্দুল জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তাকে বাবুগঞ্জের চাঁদপাশা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এই বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।
এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার জলিলকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সাথে তাঁর ড্রাইভিং লাইসেন্স ও ঘাতক বাসটির কাগজপত্র বৈধ রয়েছে কী না তাও খতিয়ে দেখছে পুলিশ। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে শুক্রবার সকালে আব্দুল জলিল ‘দুর্জয়’ পরিবহনের একটি বাসে যাত্রী নিয়ে বরিশালে আসা পথে তেতুলতলা নামক এলাকায় যাত্রীবোঝাই মাহিন্দ্রাকে চাপা দেন। এতে শিশু স্কুল কলেজ শিক্ষার্থী ও নারীসহ সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।শেবাচিমে চিকিৎসাধীন আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply