শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় গুঁড়ো দুধ ভেবে কীটনাশক খেয়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের শশাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মো. ইসা একই ইউনিয়নের ফুল ঢলুয়া গ্রামের ইউনুস হোসেনের ছেলে। সে মায়ের সঙ্গে শশাতলা গ্রামে নানাবাড়ি বেড়াতে গিয়েছিল।
পরিবার সূত্রে জানা গেছে, দুইদিন আগে নানা মজিদ ফকিকের বাড়িতে বেড়াতে যায় শিশু ইসা। সকালে নানার ঘরে ঢুকে পেছনের বারান্দায় থাকা বাক্স থেকে কীটনাশক বের করে গুঁড়ো দুধ ভেবে খেয়ে ফেলে। এতে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বরগুনা সদর হাসপাতালের চিকিৎসক সুমন বিশ্বাস বলেন, আমরা শিশুটিকে ওয়াশ করিয়ে চিকিৎসা দেই। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।
বরগুনা সদর থানার ওসি আলী আহম্মদ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
Leave a Reply