সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী আহত ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। আজ রোববার বেলা আড়াইটা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ করেন ছাত্র ছাত্রীরা। দেড় ঘণ্টা পর ববি কর্তৃপক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।
এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিত করতে ফুটওভার ব্রিজ ও স্পিডব্রেকার নির্মাণসহ দোষী চালকের বিচার দাবি করেন। অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা।
জানা গেছে, রোববার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের আঘাতে শিক্ষার্থী কানিজ ফাতিমা আহত হন। এই খবরে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে। আহত শিক্ষার্থী কানিজ ফাতিমা ববির মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুস্তাকিম বিল্লাহ বলেন, বহুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ফুটওভার ব্রিজের দাবি জানাচ্ছি। কিন্তু এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর বা ববি প্রশাসন কোনো কর্ণপাত করেনি। তাই একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে। আমাদের এক বোন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। আর কোন শিক্ষার্থী যাতে এই মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে না পরে, সেই জন্য অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।’
শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জানান, ‘ক্যাম্পাসে প্রবেশ করতে গিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীকে এই মহাসড়ক পার হতে হয়। ব্যস্ত এই মহাসড়ক শতভাগ অনিরাপদ হওয়ায় নিরাপদ সড়কের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। আর কোনো সহপাঠী যাতে সড়ক দুর্ঘটনার কবলে না পরে। আমরা শিক্ষা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ে আসি, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করতে চাই না। তাই অবিলম্বে আমাদের দাবি মেনে নিতে হবে।’
Leave a Reply